শোবিজ

গান গেয়ে ভাইরাল শাকিব-অপুর পুত্র আব্রাম খান (ভিডিও)

মা-বাবাকে নিয়ে আদুরে গলায় গান গেয়ে ইন্টারনেটে আবেগ ছড়াল সাবেক দম্পতি সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। জয়ের গানের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। হু হু করে বাড়ছে ভিউ।

পৃথিবীর বুকে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে জয়। নানা সময়ে শাকিব-অপু পুত্র জয় সংবাদের শিরোনাম হয়েছে। এবার মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন জয়। আর তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।’—‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।’— এমন কথার ছড়াটি ভাঙা ভাঙা সুরে গেয়ে ভাইরাল হয়েছে জয়।

মুঠোফোনে ধারণ করা ভিডিওটি গতকাল শুক্রবার সন্ধ্যায় অপু তাঁর ফেসবুকে পোস্ট করেন। এরই মধ্যে ভিডিওটি ৮১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ৭৯০ বার। ভালোবাসার ইমোকনে ভরে উঠছে মন্তব্য-ঘর।

জয়ের ব্যাপারে বরাবরই বেশ সচেতন মা অপু বিশ্বাস। গেল বছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’-তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে আব্রাম খান জয়। ভর্তির পর থেকেই স্কুলে জয়ের ছবি আঁকাসহ নানা ছবিই ফেসবুকে ভাইরাল হয়।

 

আরও খবর এখানেঃ বাংলা শোবিজ নিউজ ও অপু বিশ্বাস

Tag: Daily Showbiz news, Daily showbiz news today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Back to top button