চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সেলোনার কঠিন পরীক্ষা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর এখনো একটি করে ম্যাচ বাকি। অবশ্য এরই মধ্যে হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র। গতকাল শুক্রবার রাতে হয়েছে এই ড্র।
অবশ্য রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো হেভিওয়েট দলগুলোর ম্যাচ বাকি রয়েছে। সেই পরীক্ষায় পাস করতে পারলেই কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের।
চ্যাম্পিয়নস লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে জয়ী দল মুখোমুখি হবে জুভেন্টাস ও লিঁওর মধ্যে জয়ী দলের বিপক্ষে। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল ঘরের মাঠে পিছিয়ে আছে ম্যান সিটির কাছে ২-১ গোলে হেরে। অন্যদিকে লিঁওর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাই শেষ আটে রিয়াল ও জুভেন্টাস অথবা ম্যান সিটি ও জুভেন্টাসের লড়াই দেখা যেতে পারে।
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আরবি লাইপজিগ ও আতলেটিকো মাদ্রিদ লড়বে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে বার্সোলান ও নাপোলি ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও চেলসি ম্যাচের জয়ী দলের বিপক্ষে। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা ও নাপোলির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। অন্যদিকে চেলসিকে প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক পা বাড়িয়েই রেখেছে বায়ার্ন। শেষ আটে তাই বায়ার্ন ও বার্সার লড়াই দেখার সম্ভবনা বেশি।
আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে পিএসজি ও আটলান্টা মুখোমুখি হবে।
এদিকে চ্যাম্পিয়নস লিগের সেমফাইনালে মুখোমুখি হবে প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী এবং দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। সেই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালে আতলেটিকো মাদ্রিদ ও পিএসজি হওয়ার সম্ভাবনা বেশি।
আর প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অথবা মেসি ও রোনালদোর দল মুখোমুখি হতে পারে।
করোনা ভাইরাসের কারণে প্রতিটা ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে পর্তুগালে।
আরও দেখুনঃ সর্বশেষ খেলার খবর – ইতিহাসের ডায়েরী
Sports Breaking, Sports Breaking