ক্রিকেটখেলাধুলা

শেন ওয়াটসন ঢাকায়, আজই মাঠে নামবেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শেন ওয়াটসন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে এবার ব্যাটিং তাণ্ডব চালবেন ওয়াটসন। ঢাকায় পা রাখতে না রাখতেই ব্যাট-বলে মাঠে নামতে হবে এই অজির। সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ওয়াটসনের দল রংপুর রেঞ্জার্স।

সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচে রংপুরের হয়ে মাঠে নামতে দেখা যাবে ওয়াটসনকে, সূত্র যুগান্তর।

আজ শুক্রবার থেকে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্ব।

প্রসঙ্গত এবারের বিপিএলে রংপুরের অবস্থা সংকটাপন্ন। ঢাকা ও চট্টগ্রাম পর্বের ২০ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ খেলেছে রংপুর। এর মধ্যে তারা জিতেছে মাত্র ১ ম্যাচ। বাকি ৪টিতেই হেরেছে।

তবে প্লে-অফে খেলার সুযোগ রয়েছে দলটির। কারণ বাকি থাকা সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টিতে জিতলেই তারা সেরা চারের টিকিট পেতে পারে।

তাই এখন রংপুর রেঞ্জার্সের ত্রাতা হিসেবেই ওয়াসন আসছেন বলে মনে করছেন কেউ কেউ।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় রংপুর রেঞ্জার্সের হয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া যাবে না খুব একটা। ঢাকা ও চট্টগ্রাম পর্বের ২০ ম্যাচের মধ্যে রংপুর ছিলো ৫টিতে। এর মধ্যে তারা জিতেছে মাত্র ১ ম্যাচ। পাত্তাই পায়নি বাকি ৪টি ম্যাচে।

তাই বলে যে রংপুরের সব সম্ভাবনা শেষ, তাদের প্লে-অফে খেলার কোনো সুযোগই বাকি নেই- এমনটা কিন্তু নয়। বাকি থাকা সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টিতে জিতলেই তারা পেতে পারে সেরা চারের টিকিট। আপাতদৃষ্টিতে এটি বেশ কঠিন মনে হলেও, হাল ছাড়ছে না রংপুর রেঞ্জার্স।

আর সে কারণেই ঢাকার দ্বিতীয় পর্বে নামার আগে নিজেদের শক্তি আরও বাড়াতে তারা উড়িয়ে আনছে ওয়াটসনকে। আজ ঢাকায় পা রাখলে কাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে মাঠেও নামবেন অসি তারকা, যে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

আর সংবাদ দেখুনঃ খেলাধুলাশেন ওয়াটসন 

Tag: sports news today, sports news update today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seventeen =

Back to top button