Lead Newsখেলাধুলাফুটবল

সুপার কাপের ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

এবার ভালো খেলেই জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলো জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার ৩-১ গোলে জিতেছে রিয়াল।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। এদেন হ্যাজার্ডের পর গ্যারেথ বেল ও করিম বেনজেমার অনুপস্থিতিও মাঠের লড়াইয়ে তেমন একটা বোঝাই গেল না।

খেলার ১৫তম মিনিটে ক্রুসের নৈপুণ্য আর চতুরতায় গোল দিয়ে এগিয়ে যায় তারা। কর্নার পেয়েছিল রিয়াল, রক্ষণ সাজানোয় ব্যস্ত ছিলেন গোলরক্ষক জাওমে দুমেনেক। সেই সুযোগে দ্রুত শট নেন জার্মান মিডফিল্ডার। বল বাঁক খেয়ে ঠিকানা খুঁজে নেয়। শেষ মুহূর্তে ছুটে গিয়ে পাঞ্চ করে ফেরানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক; কিন্তু ততক্ষণে গোল হয়ে গেছে।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। মদ্রিচের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

আরেকটি সুযোগ আসে দুই মিনিট পর। দ্বিতীয় গোল পেতে পারতেন ইসকো। কিন্তু তার হেড পোস্টে বাধা পায়। ফিরতি বল গোলমুখে পেয়ে গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি লুকা ইয়োভিচ।

৬৫তম মিনিটে আরেকটি দারুণ গোল করেন মদ্রিচ। ইয়োভিচের পাস ডি-বক্সে পেয়ে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। স্কোর দাঁড়ায় ৩:০।

এরপর ভালেন্সিয়া বেশ চাপ তৈরি করে। ৭৫ ও ৭৯তম মিনিটে দুটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু গোলরক্ষক থিবো কের্তোয়া দলকে রক্ষা করেন।

খেলা শেষ হওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন পারোহো। ডি-বক্সে রিয়াল অধিনায়ক সের্হিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।

এর আগে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে গত দুই ম্যাচে জিততে পারেনি রিয়াল। ভিন্ন প্রতিযোগিতায় এবার সেই দলকেই উড়িয়ে দিল জিদানের শিষ্যরা।

দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল।

 

আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ খেলার খবররিয়াল মাদ্রিদ

Tag: Sports news 24, Sports news 24 update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seventeen =

Back to top button