অনুষ্ঠিত হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র , জি গ্রুপে দেখা মিলবে ফুটবল বিশ্বের দুই লড়াকু বার্সেলোনার মেসি আর য়্যুভেন্তাসের রোনালদো ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর আর সাক্ষাৎ হয়নি লিয়োনেল মেসির সঙ্গে। ফুটবলপ্রেমীদেরও সুযোগ হয়নি তাঁদেরকে এক সঙ্গে মাঠে দেখার। চ্যাম্পিয়ন্স লিগের ড্র হতেই ফের এসে গেল সেই সুযোগ।
করোনা পরিস্থিতির মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে ক্রীড়াঙ্গন, এরই মধ্যে মাঠে ফিরেছে ক্লাবগূলো । কয়েক মাস স্থগিত থাকার পর সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা গ্যালারিতে শুরু হয়েছে বিভিন্ন দেশের ফুটবল লিগগুলো। এবার শুরু হওয়ার অপেক্ষায় ফুটবলের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
এরই ধারাবাহিকতায় ইউরোপিয়ান ফুটবলের সদর দপ্তরে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র।
গ্রুপ এ’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গী স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ। প্রথম গ্রুপে ঐ দুই দলই পরের রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট। বাকি দুইটা দল যে অপেক্ষাকৃত দুর্বল সালজবুগ আর লোকোমোটিভ মস্কো। গ্রুপ বি’তে রিয়ালের সাথে আছে ইন্টার। ডি’তে লিভারপুলের সঙ্গী আয়াক্স।
তবে, সবার চোখ থাকবে জি গ্রুপে। প্রথমবারের মত একই গ্রুপে যে পড়েছে মেসি আর রোনালদোর দল। হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা। গ্রুপপর্বেই তাই অন্তত দুইবার একে অপরের মুখোমুখি হবেন বিশ্বের সেরা দুই তারকা। এছাড়া এইচ গ্রুপে আছে পিএসজি আর ম্যানইউ।
আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ খেলার খবর – আজকের ভাইরাল নিউজ
Sports News Bangla, Sports News Bangla, Sports News Bangla