বিচিত্র

পানপাত্রের দাম সোয়া ৪ কোটি টাকা!

লকডাউনে পয়-পরিষ্কারকালে ইংল্যান্ডের একটি গ্যারেজে চায়ের পাত্রের আকারের ছোট্ট একটি অ্যান্টিক পানপাত্র খুঁজে পান এক ভদ্রলোক। সেটি তিনি বিনামূল্যে কোনো পুরনো মালপত্রের দোকানে দিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন।

গত বৃহস্পতিবার এক নিলামে সেটি বিক্রি হয় ৩ লাখ ৯০ হাজার পাউন্ড বা প্রায় ৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকায়!

ব্রিটিশ নিলামঘর হ্যানসন্স এটিকে ‘বছরের সেরা উদ্ধার’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, এটি অষ্টাদশ দশকের একটি দুর্লভ পানপাত্র। এটিতে চীনের কিয়ানলং সম্রাটের চিহ্ন রয়েছে।

এনামেল ও কপারে তৈরি মাত্র ৩৬২ গ্রাম ওজনের ওই অ্যান্টিক পানপাত্রে রয়েছে ফুলের নকশা আঁকা। রয়েছে ছোট্ট একটি হাতল ও নল। আইটেমটির ‘মালিক’ নিজের দাদার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে এটি পেয়েছেন। নিলামঘরের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়ার কোথাও থেকে নিশ্চয়ই ওই দাদা এটি সংগ্রহ করেছিলেন।

হ্যানসন্স জানায়, বিক্রেতা শুরুতে ভেবেছিলেন কোনো পুরনো মালপত্রের দোকানে এক রকম বিনামূল্যেই এটি দিয়ে দেবেন!

‘একটা ব্যাগে ভরে পানপাত্রটি এনেছিলেন তিনি,’ বলেন হ্যানসন্সের প্রতিষ্ঠাতা চার্লস হ্যানসন। ‘ওই বিক্রেতার কোনো ধারণাই ছিল না এটির ব্যাপারে। এখন অবশ্য তিনি জানেন, এই পাত্র আর্থিকভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।’

নিলামকারী প্রতিষ্ঠানটি এটির প্রাথমিক দাম ২০ থেকে ৪০ হাজার পাউন্ডের মধ্যে অনুমান করেছিল।

এনামেল ও কপারে তৈরি মাত্র ৩৬২ গ্রাম ওজনের ওই অ্যান্টিক পানপাত্রে রয়েছে ফুলের নকশা আঁকা। রয়েছে ছোট্ট একটি হাতল ও নল। আইটেমটির ‘মালিক’ নিজের দাদার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে এটি পেয়েছেন। নিলামঘরের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়ার কোথাও থেকে নিশ্চয়ই ওই দাদা এটি সংগ্রহ করেছিলেন।

হ্যানসন্স জানায়, বিক্রেতা শুরুতে ভেবেছিলেন কোনো পুরনো মালপত্রের দোকানে এক রকম বিনামূল্যেই এটি দিয়ে দেবেন!

সূত্র: সিএনএন

আপডেট খবর পেতে চোখ রাখুনঃ বিচিত্র নিউজ দম ফাটানো সব হাসির জোকস

Latest Strange News, Latest Strange News,Latest Strange News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Back to top button