টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলেন মার্কিন রাষ্ট্রদূত (ভিডিও)
প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হচ্ছে ‘পাড়া উৎসব’। শুক্রবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আয়োজনের মধ্যে থাকা টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করার স্টলের পাশে এসে আগ্রহ সহকারে বিষয়টি জানতে চান রবার্ট মিলার। এ সময় পাশে থাকা মেয়র আতিকুল ইসলাম বিষয়টি সম্পর্কে তাকে বুঝিয়ে বলেন।
এতে করে রবার্ট মিলারের আগ্রহ আরও বেড়ে যায়। এ সময় খামে মোড়ানো ভাগ্য লেখা একটি কাগজ তার হাতে তুলে দেয় টিয়া পাখি। ভাগ্য গণনাকারী তখন কাগজটিতে কী লেখা আছে তা পড়ে শোনান।
পাশাপাশি আয়োজকদের একজন তা অনুবাদ করে রবার্ট মিলারকে শোনান। সেখানে লেখা ছিল, ‘এটা যার নামে উঠবে তিনি জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করবেন। জীবনে উন্নতি ঘটবে…।’ এমন কথা শুনে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলার।
এরপর উৎসবস্থলে দেশীয় পিঠা খেতে বসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় মোহাম্মদপুর থেকে আসা ওয়ালিদ নামের একজন তরুণ তাকে দুটি ম্যাজিক দেখান; একটি কার্ডের অপরটি রাবারের। ম্যাজিক দুটি দেখে রবার্ট মিলার অভিভূত হয়ে যান। পাশাপাশি ম্যাজিকটি দেখে তিনি খুব আগ্রহী হলে রাবারের একটি ম্যাজিকের কৌশল তাকে শিখিয়ে দেন ওয়ালিদ। এতে তিনি খুব আনন্দ প্রকাশ করে ধন্যবাদ জানান।
এরপর তিনি অনুষ্ঠানস্থলে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ক্যারাম ও দাবা খেলেন। পাশাপাশি বাংলার ঐতিহ্য বহনকারী গানের তালে তালে বায়স্কোপও দেখেন। এটা দেখে অভিভূত হন তিনি। পরে পুরো উৎসবস্থল ঘুরে দেখেন মেয়রের সঙ্গে, সূত্র জাগো নিউজ।
সমাজের ক্রমবর্ধমান অনাস্থা বিষয়ে উদ্বিগ্ন হয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সহায়তায় স্টেট ইউবি ভার্সিটি অব নিউইয়র্কের অনুষদ সদস্য ও হিরােজ ফর অলের প্রতিষ্ঠাতা ড. রেহনুমা করিম, গুলশান সােসাইটির ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিক সােসাইটির আহ্বায়ক শায়ান শেরাজ, মেরিল অ্যান্ড ফোর্বস’র প্রতিষ্ঠাতা ও হিরােজ ফর অলের পর্ষদ সদস্য তাজরীন মান্না এ আয়ােজনের অন্যতম আয়ােজক হিসেবে কাজ করেছেন।
আরও জানুনঃ রাজনীতি ও রবার্ট মিলার
Tag: Today bangla news, Bangla news today