Lead Newsকরোনাভাইরাস

করোনা টেস্ট নিয়ে জালিয়াতি; জেকেজি’র ডা. সাবরিনা গ্রেফতার

টেস্ট না করেই করোনাভাইরাসের রিপোর্ট দেয়ায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনাকে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে

অনুসন্ধানে দেখা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে।করোনা টেস্টের নামে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে আসছিল তার প্রতিষ্ঠান। এর দায়ে স্বামী আরিফ চৌধুরীসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন ৬ জন। কিন্তু এখনো ধরা-ছোঁয়ার বাইরে ডা. সাবরিনা। শুধু তাই … এ ধরনের জালিয়াতির সঙ্গে যারাই জড়িত থাকবে।

পুলিশ জানিয়েছে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।

আরও খবর পেতে দেখুনঃ ভাইরাল বাংলা নিউজইতিহাসের ডায়েরী

Today News Bangladesh, Today News Bangladesh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Back to top button