ধর্ম ও জীবন

দাফনের ২৭ বছর পরও অক্ষত মরদেহ-কাফনের কাপড়!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দানা এলাকায় একটি কবরের সন্ধান পাওয়া গেছে। ওই কবরে ২৭ বছর আগে এক ব্যক্তিকে দাফন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পরও কবরে মরদেহ ও কাফনের কাপড় অক্ষত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, মর্দানা গ্রামের একটি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি করার সময় কবরের সন্ধান পায় নির্মাণ শ্রমিকরা। সেখানে অক্ষত মরদেহ ও কাফনের কাপড় দেখতে পান তারা।

স্থানীয়রা জানিয়েছে, মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মন্ডলের ছেলে করিম মন্ডল ২৭ বছর আগে মৃত্যুবরণ করলে তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

করিম মন্ডলের ছেলে মেন্টু মন্ডল (৪০) মরদেহটি শনাক্ত করে জানান, ২৭ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে মরদেহের শরীরের কোনো পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ভিড় জমায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়।

 

 

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক সংবাদ – কর্পোরেট সংবাদ 

Trendy Viral News, Trendy Viral News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =

Back to top button