Lead Newsআন্তর্জাতিক

অবশেষে বাইডেনকে পুতিনের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণকারী অঙ্গরাজ্যসমূহের ইলেকটোরাল কলেজ ভোটে সোমবার বাইডেন বিজয়ী হওয়ায় পর পুতিন এই অভিনন্দন জানান বলে জানিয়েছে ক্রেমলিন।

এর আগে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর বিজয়ী বাইডেনকে অন্যান্য দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলেও ক্রেমলিন বলেছিল, তারা এখনই কোনো মন্তব্য করবে না, আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবে।

পুতিনের বরাত দিয়ে ক্রেমলিন জানায়, ‘আমি আমার অবস্থান থেকে আপনার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত।’

‘নির্বাচিত প্রেসিডেন্টের সফলতা কামনা করেছেন পুতিন এবং ভিন্নতার মধ্যেও বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে বিশেষ ভূমিকা পালনকারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র পৃথিবীর নানাবিধ সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ সমাধানে সহযোগিতা করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি,’ জানায় ক্রেমলিন।

বিবৃতিতে পুতিন বলেন, ‘সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের নীতির ওপর ভিত্তি করে রুশ-মার্কিন সহযোগিতা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়েরই স্বার্থ পূরণ করবে।’ এক্ষেত্রে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন পুতিন।

জো বাইডেনকে শুভেচ্ছা জানাতে প্রায় ছয় সপ্তাহ বিলম্ব করলেও ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনন্দন জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই বিলম্বের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে ক্রেমলিনের সম্পর্ক কেমন হতে পারে তার আভাস দেখতে পারছেন অনেক বিশ্লেষক। ট্রাম্প তার দায়িত্ব পালনের সময় জুড়েই পুতিনের প্রশংসা করে গেছেন। আর ওই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠলেও ট্রাম্প তা অস্বীকার করে গেছেন সবসময়।

আরও খবর পেতে দেখুনঃ খোলা জানালাআন্তর্জাতিক সংবাদ

Update News Bd, Update News Bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =

Back to top button