বিচিত্র

হাত নেই, পা দিয়েই জেসিকার আকাশ জয় (ভিডিওসহ)

Bangla viral news:  হাতবিহীন অবস্থায় জন্ম নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা জেসিকা কক্স। মায়ের গর্ভে বিকশিত হয়নি তাঁর দুহাত। কিন্তু হাত না থাকলে কী হবে, পা দিয়েই বিমান চালিয়ে জয় করেছেন আকাশপথ, জয় করেছেন বিশ্ব।

এরই মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে পা দিয়ে বিমান চালানোয় পেয়েছেন লাইসেন্স। বাধা ছাড়াই এখন তিনি উড়াল দিতে পারছেন সীমানাহীন অন্তরীক্ষে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে ৩৬ বছর বয়সী অদম্য এই নারীর অর্জন।

পা দিয়ে কী না করতে পারেন জেসিকা! বাজাতে পারেন পিয়ানো, চালাতে পারেন গাড়ি। এ ছাড়া মার্শাল আর্টেও জুড়ি নেই তাঁর, পেয়েছেন স্বীকৃতি। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন তিনি। কিন্তু পা দিয়ে বিমান চালানোর লাইসেন্স পাওয়া যেন সব অর্জনকেই ছাপিয়ে গেল।

জেসিকা কক্স এখন প্রতিবন্ধী সব মানুষের অনুপ্রেরণা। তিনিও বিশ্বাস করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেকোনো বাধা পেরিয়ে সামনে এগোতে পারে।

জেসিকা বলেন, ‘গর্ভাবস্থায় কোনো কিছুই জানা যায়নি। আমার জন্মের পর চিকিৎসকরা মা-বাবাকে জানালেন, হাতবিহীন অবস্থায় জন্ম নিয়েছে তাঁদের সন্তান। এরপরই বড় ধরনের ধাক্কা খায় আমার পরিবার।’

ছোটবেলা থেকেই জেসিকা ছিলেন অদম্য। তিনি বলেন, ‘আমি সব সময় স্বাভাবিকভাবেই থাকার চেষ্টা করতাম। তবে অনেক সময় আমাকে বলা হতো, এমন কিছু কাজ রয়েছে, যা আমি পারব না। কারণ, আমি প্রতিবন্ধী।’ জেসিকা জানান, সব সময় ‘প্রতিবন্ধী’ শব্দটির প্রতি বিরক্ত প্রকাশ করেছেন তিনি।

২০০৫ সালে অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন জেসিকা। মুলত অদম্য ইচ্ছাশক্তির কারণেই সেই কঠিনকে জয় করতে পেরেছেন তিনি।

২০০৮ সালে ফেডারেল এভিয়েশন প্রশাসনের পক্ষ থেকে একটি সাধারণ স্পোর্টস এয়ারক্রাফট চালানোর সার্টিফিকেট দেওয়া হয় জেসিকাকে। ওই সময় এটিই ছিল জেসিকার পক্ষে সবচেয়ে বড় অর্জন।

এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জেসিকা কক্সকে। এখন তিনি পুরো বিশ্বের প্রতিবন্ধী ব্যক্তিদের অনুপ্রেরণা। আর এ জন্যই অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যান তিনি। অনুপ্রাণিত করেন অনেক মানুষকে, যাঁরা কি না জেসিকার মতোই ইচ্ছাশক্তির ফলে জয় করতে পারবেন সব কাজ।

 

আরও দেখুন এখানেঃ লাইফ স্টাইল , আকাশ ছোঁয়ার গল্প

Tag: Viral News Bangla, Viral Bangla News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =

Back to top button