সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে বাসর রাতেই গয়নাগাটি নিয়ে পালাল বউ!
অনেক আয়োজন করে বিয়ে করেছিলেন প্রবীণ। খরচ হয়েছে চার লাখ। এ বিয়েকে কেন্দ্র করে আনন্দ ও হই-হুল্লোড় ছিল সবার। তবে সব আনন্দ ম্লান কর দিল আনন্দের মধ্যমণি অর্থাৎ বধূ। বাসর রাতেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অবচেতন করে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন ‘ঘরের লক্ষ্মী’!
প্রায় চার লাখ টাকা খরচ করে অনেক আয়োজন করে বিয়ে করেছিলেন প্রবীণ। এ বিয়েকে কেন্দ্র করে আনন্দ ও হই-হুল্লোড় ছিল সবার। তবে সব আনন্দ ম্লান কর দিল আনন্দের মধ্যমণি অর্থাৎ বধূ।
এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে সর্বস্বান্ত পরিবার।
পুলিশ জানিয়েছে, ৯ ডিসেম্বর বিয়ে হয় প্রবীণ-রিয়ার। রিয়া আজমগড়ের বাসিন্দা। বিয়ের রাতেই ৭০ হাজার টাকা আর তিন লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।
এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে ঘটক রিংকুকে। পাত্রের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে চার লাখ টাকা খরচ করেছেন তিনি। বিয়ের আগেই রিংকু তার কাছ থেকে টাকা নিয়ে জানিয়েছিল, এই টাকা তিনি কন্যাপক্ষকে দেবেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এ টাকা মেয়ের বিয়ের গয়না বানাতে খরচ করা হবে। কারণ, পাত্রীপক্ষ খুব গরিব।
নতুন বউয়ের কাণ্ডে হতাশ বর প্রবীণ। বউ যে এভাবে সব হাতিয়ে, পরিবারের সবাইকে বোকা বানিয়ে পালাবেন, তা কখনও ভাবেননি তিনি, সূত্র জাগো নিউজ।
আরও সংবাদঃ লাইফ স্টাইল ও বিয়ে ভাঙ্গার আলামত সমূহ
Tag: viral news today, today viral news