ভাইরাল

আমিরাতের হোটেলে চুরি করছে ইসরাইলিরা

আরব আমিরাতের হোটেল থেকে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে ইসরাইলি পর্যটকরা।

হোটেলে রাখা লাইট, তোয়ালে এমনকি দেয়ালে টানানো দামি পেইনটিংও চুরি করে নিয়ে যাচ্ছে দখলদাররা। খবর আরব নিউজের।
 
এক মাস আগে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে দু-দেশের মধ্যে যাত্রীবাহী বিমানচলাচল এবং পর্যটকদের ভ্রমণ শুরু হয়েছে।

এর মধেই আমিরাতের একটি বিলাসবহুল হোটেল এ চুরির অভিযোগ করেছে ইসরাইলি পর্যটকদের বিরুদ্ধে। ইসরাইলের ইয়েদিয়ত আহারোনট পত্রিকায়ও এ নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে।

এক ব্যবসায়ীর বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়বহ একটি ঘটনার সাক্ষী হলেন।

সেখানে তিনি দেখলেন, চেক আউটের সময় ইসরাইলি পর্যটকের ব্যাগ থেকে একে একে হোটেলের চুরি যাওয়া সব জিনিসপত্র বের করা হচ্ছে।

এক মাস আগে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে দু-দেশের মধ্যে যাত্রীবাহী বিমানচলাচল এবং পর্যটকদের ভ্রমণ শুরু হয়েছে।

এর মধেই আমিরাতের একটি বিলাসবহুল হোটেল এ চুরির অভিযোগ করেছে ইসরাইলি পর্যটকদের বিরুদ্ধে। ইসরাইলের ইয়েদিয়ত আহারোনট পত্রিকায়ও এ নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে।

এক ব্যবসায়ীর বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়বহ একটি ঘটনার সাক্ষী হলেন।

হোটেলটির ম্যানেজার জানিয়েছেন, হাজার হাজার পর্যটক আসেন তার হোটেলে।  মাঝে মাঝে দু-একজন ঝামেলা করলেও সম্প্রতি ইসরাইলি পর্যটকদের আচরণ দেখে তিনি বিস্মিত।

ম্যানেজার বলেন, তাদের ব্যাগ থেকে হোটেলের ইস্ত্রি, তোয়ালে পর্যন্ত পাওয়া গেছে। আমরা যখন পুলিশ ডাকতে গেছি- তখন তারা ক্ষমা চেয়ে এসব চুরি করা সামগ্রী ফেরত দিয়েছেন।

আরও খবর পেতে দেখুনঃ খোলা জানালার সংবাদইতিহাসের ডায়েরী

Viral Trendy News, Viral Trendy News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Back to top button