আইন ও বিচাররাজনীতি

ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন। যেমন- স্বাধীন বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।

আইনজীবী বলেন, মামলায় দণ্ডবিধির ১৫৩/১২১(ক) এবং ৫০০ ধারায় রাষ্ট্রদ্রোহ, মানহানি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। 

যেমন স্বাধীন বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।

এ ছাড়া মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলকে মাদকাসক্ত ও ফেনসিডিল ব্যবসায়ী বলে অসত্য ও মানহানিকর বক্তব্যও পেশ করেন নুরুল হক।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন,নুরুল হক নূরু বিভিন্ন সময় রাষ্ট্র, সরকার বিরোধী বক্তব্য রেখেছে, অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আমার বিরুদ্ধেও সে মানহানিকর বক্তব্য দিয়েছে। তাই আমি মামলাটি করেছি।

বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন গণমাধ্যমকে জানান, মামলাটি আদালত আমলে নিয়েছেন। এখন এটি আদেশের অপেক্ষায় রয়েছে।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক সংবাদকরোনাভাইরাস আপডেট

Vp Nur Latest News, Vp Nur Latest News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Back to top button