Lead Newsআন্তর্জাতিক

যুদ্ধ থামাতেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে: ট্রাম্প

যুদ্ধ থামাতেই ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে  হত্যা করা হয়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে (কাসেম সোলাইমানি) হত্যা করা হয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, আরেকটি (যুদ্ধ) শুরু করতে নয়। আর এ হত্যার মাধ্যমে ‘সন্ত্রাসের শাসন শেষ হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসি’র।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হন। সেই সাথে ওই হামলায় ইরান সমর্থিত মিলিশিয়াদের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) নেতা আবু মাহদি আল-মুহান্দিসসহ পিএমএফ’র ছয়জন নিহত হয়। এদিকে মার্কিন এ হামলার পর ভয়ংকর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং নিহত হয়েছে ইরানের শীর্ষ সামরিক নেতা। তবে ইরাকে হওয়া এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে বাগদাদের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা পুরো মধ্যেপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সামাল দিতে তারা আরো তিন হাজার অতিরিক্ত সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করবেন।

সোলায়মানি হত্যার পর ইরাকে আবারো বিমান হামলা: ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে, সোলায়মানি হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবারো ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার ওয়াশিংটনের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইরাকের সেনাবাহিনীর একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজির কাছে ইরাকে ইরানপন্থি শিয়া আধা-সামরিক বাহিনীর একটি গাড়িবহরে মার্কিন বিমান হামলায় ছয়জন নিহত ও আরো অন্তত তিনজন আহত হয়েছে।

 

আরও খবর পেতেঃ আন্তর্জাতিক ইরান 

Tag: world politics news today, Today world politics news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =

Back to top button