ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি— উভয়েই করোনাভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ও বিএনপি দু’জনেই বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। সরকার আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতির করোনায় । আর বিএনপি আক্রান্ত মাজাভাঙা রাজনীতির । এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।
এরকম ভাইরাস থেকে বের হয়ে আসা’র আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, সরকারকে ধর্ষণ আর দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যদিকে বিএনপিকেও মাজাভাঙা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এ দেশ আলোর পথ দেখবে না ।
এদের কারনে দেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না বলেও জানান ডা. জাফরুল্লাহ ।
তিনি আরও বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আতংকে আছে । কোথাও শান্তিতে থাকতে পারছে না তারা । অন্যদিকে দুর্নীতি যেভাবে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে, তাতে সাধারন মানুষ নাভিশ্বাস ।
দেশে সুশাসন নেই। সুশাসন থাকলে ছাত্রলীগ এভাবে যেখানে সেখানে ধর্ষণ করতে পারত না বলেও মন্তব্য করেন তিনি ।
সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মূলত বঙ্গবন্ধুকেই অপমান করছে সরকার। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষমতা সবসময় জনগণের হাতে ন্যাস্ত থাকবে। বঙ্গবন্ধু শোষণবিহীন সমাজ ব্যবস্থার জন্য লড়াই করেছেন।
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস সর্বশেষ আপডেট – বিচিত্র বাংলা নিউজ
Zafrullah Chowdhury, Zafrullah Chowdhury, Zafrullah Chowdhury