Lead Newsআন্তর্জাতিক

অতর্কিত হামলায় দুই তুর্কি সেনা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে সাঁজোয়া যানে থাকা তুরস্কের দুই সেনা, আহত হয়েছে আরও দুইজন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

হামলার পর তুরস্কের সেনারাও যথাযথ জবাব দিয়েছে বলে জানানো হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। টুইটারে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তুরস্ক যে এলাকায় ২০১৬ সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)- এর বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ চালিয়েছিল সে এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, আল-বাব এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে। তবে এ হামলার পেছনে কারা জাড়িত বিষয়টি এখনো পরিষ্কার নয়। ওয়াইপিজিকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =

Back to top button