জাতীয়
অন্যের স্ত্রীকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও, এলাকায় চাঞ্চল্য
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম কপিল এক স্কুল শিক্ষিকাকে নিয়ে উধাও হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কপিল একই এলাকার তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কপিলের সাথে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই এলাকার সোহেল রানার স্ত্রী এক সন্তানের জননীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে প্রেমের টানে সবার অগোচরে ওই স্কুল শিক্ষিকা স্বামীর বাড়ি থেকে ছাত্রলীগ নেতা কপিলের সাথে উধাও হন। এ ব্যাপারে ওই স্কুল শিক্ষিকার শ্বশুর জয়নুল আবেদীন সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেছেন। (খবর : ইউএনবি)