ফুটবল
অবশেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন মার্সেলো
অবশেষে দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকার পর অবশেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে চলছেন মার্সেলো। আগামী মৌসুমেই তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন।
রিয়ালের সঙ্গে মার্সেলোর চুক্তি ছিল ২০২২ সাল পর্যন্ত। কিন্তু গত মৌসুম থেকেই রিয়ালের একাদশে অনেকটাই ব্রাত্য ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
রিয়াল মাদ্রিদ চেয়েছিল চলতি মৌসুমেই তাকে বিক্রি করে দিতে। কিন্তু মার্সেলোই চায়নি রিয়াল ছেড়ে চলে যেতে। কিন্তু আগামী মৌসুমে যেহেতু চুক্তি শেষ হয়ে যাবে তাই আর রিয়ালে থাকার সুযোগ নেই।
গুঞ্জন রয়েছে মার্সেলো চলে যেতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে। যদিও সবকিছু এখনও অনিশ্চিত। তার ঠিকানা অন্য কোথাও হলেও হতে পারে।