যারা অবৈধভাবে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, নিজেদের সন্তানদের অবৈধভাবে বিদেশে পাঠাবেন না।
শুক্রবার যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুল মোমেন বলেন, আমারা এ দেশ থেকে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার এগুলো বন্ধ করতে চাই। সবার সহায়তা ছাড়া আমরা এটি করতে পারবো না।
তিনি বলেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনারা বুঝে শুনে আপনাদের সন্তানদের অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর অবৈধভাবে কেউ বিদেশ পাঠানোর কথা বললে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে তা অবগত করুন।
তিনি বলেন, অবৈধ মানবপাচার রোধে আপনাদের সবার সহায়তা প্রয়োজন। এ বিষয়ে দেশবাসীকে শক্তিশালী জনমত গঠন করতে হবে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মানবপাচার বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশকে ওয়াচ লিস্ট থেকে টায়ার-২ এ উন্নীত করার কথা বলা হয়।