বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৫ জুলাই থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।’
যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।