অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত
তাদের ভর্তি করা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে
অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত, শনিবার করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হলেন অমিতাভ বচ্চন। অভিনেতা নিজেই শনিবার রাত ১১টা নাগাদ টুইট করে খবরটি দিয়েছেন।
অমিতাভ-পুত্র অভিষেক বচ্চনও করেনায় আক্রান্ত হয়েছেন। অভিষেকও টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনিও একই হাসপাতালে ভর্তি।
শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অমিতাভের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে। এ দিনই তাঁর করোনা রিপোর্ট এসেছে। ঐ দিন সন্ধ্যায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কিভাবে অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি।
এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার। এর ওপর করোনা ধরা পড়ায় চিকিৎসকরা চিন্তিত। কারণ, শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে করোনা মারাত্মক হয়ে উঠতে পারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।
অমিতাভ নিজেই টুইট করে বলেছেন, ”আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবার ও কর্মীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল এখনও আসেনি। যাঁরা গত দশ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করে নিন।”
এক সপ্তাহ আগে তাঁর কমেডি ছবি গুলাবো সিতাবো অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এটাই বিগ বি-র প্রথম ছবি যা ডিজিটালি রিলিজ হলো। তাঁর আরও তিনটি সিনেমা রিলিজের অপেক্ষায় রয়েছে।
অমিতাভ করোনায় আক্রান্ত হয়েছেন, এই খবর জানার পরই তাঁর আরোগ্য কামনায় গোটা ভারতে প্রার্থনা শুরু হয়েছে। সকলেরই কামনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রবাদপ্রতিম অভিনেতা।
অন্যদিকে একই দিনে করোনার কারণে মুম্বইয়ে অভিনেত্রী রেখার বাড়িও সিল করে দেওয়া হয়েছে। বাড়ির একজন নিরাপত্তারক্ষীর করোনাভাইরাস ধরা পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।