অন্যান্যকরোনাভাইরাসখেলাধুলা

অসহায়দের ‘উপহার’ পাঠালেন মাহমুদউল্লাহ রিয়াদ

দেশে করোনাভাইরাসের প্রকোপ বিস্তাররের শুরু থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দলীয়ভাবেতো কাজ করছেনই সঙ্গে সঙ্গে অনেকেই ব্যক্তি উদ্যোগে হাত বাড়াচ্ছেন। এবার কর্মক্ষম মানুষের দিকে সাহায্যের হাত বাড়ালেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজ এলাকা ময়মনসিংহের খেটে খাওয়া ১৩৩টি পরিবারের কাছে টি-টোয়েন্টি অধিনায়কের পক্ষ থেকে খাদ্য সহায়তা ‘উপহার’ হিসেবে পাঠানো হয়েছে।

উপহার পৌঁছে দেয়ার কাজ করেছে দিয়েছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। এতদিন অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবা দান করে আসা সংগঠনটি বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে।

করোনাকালে অসহায়দের কাছ সরাসরি সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে এই সোসাইটি। রিয়াদ তাদের কাছেই দিয়েছিলেন তার অনুদান। সংস্থাটি সেই অর্থে খাবার ও নিত্যপ্রয়াজনীয় সামগ্রী ক্রয় করে তা অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

রিয়াদের এ সহায়তা পাওয়া প্রতিটি পরিবার বেশ কয়েকদিনের খাবার ‘উপহার’ হিসেবে পেয়ে বেশ খুশি। উপহার পাওয়া প্রত্যেক পরিবারই নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষের শ্রমে-ঘামে দিনযাপন করছিল।

করোনাভাইরান প্রাদুর্ভাবে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোপূর্বে এক মাসের বেতনের অর্ধেক ত্রাণ তহবিলে দান করা রিয়াদ ক্রিকেটারদের টিম বয় ও ম্যাসেজম্যানদেরও দিয়েছেন বড় অঙ্কের অনুদান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =

Back to top button