আন্তর্জাতিক

অ্যাঙ্গেলা মেরকেলকে হিটলারের সঙ্গে তুলনা দিয়ে বিপদে রাষ্ট্রদূত

জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে দেশটির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের তুলনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ফিনল্যান্ডে নিয়োজিত মাল্টার রাষ্ট্রদূত মাইকেল জাম্মিত। এই ঘটনার পর তিনি আজ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ থেকে ৭৫ বছর আগে আমরা হিটলাকের আটকে দিয়েছিলাম। কিন্তু মেরকেলকে আটকাবে কে? তিনি হিটলারের স্বপ্নপূরণের কাজ করছেন। পুরো ইউরোপ দখলে নিতে চান তিনি।’

তবে পরে অবশ্য সেই পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, মাল্টার পররাষ্ট্রমন্ত্রী এভারিস্ট বারটোলো। রাষ্ট্রদূতের এমন মন্তব্যের কারণে জার্মানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা করে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এক দৈনিককে পররাষ্ট্রমন্ত্রী বারটালো বলেন, বিষয়টি নজরে আসার পরপরেই অতিদ্রুত তিনি রাষ্ট্রদূতকে তার ওই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০১৪ সাল থেকে ফিনল্যান্ডে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন মাইকেল জাম্মিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিনি এমন মন্তব্য করেন। ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইউরোপে বিশেষ করে জার্মানিতে এই ৮ মে দিনটি মুক্তি দিবস বলে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আত্মহত্যা করেছিলেন হিটলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =

Back to top button