অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। এই খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন সিমিওনে। আক্রান্ত হলেও তার মধ্যে এখন পর্যন্ত করোনার উপসর্গ দেখা যায়নি। তিনি শারীরিকভাবেও সুস্থ আছেন।
শনিবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন সিমিওনে। আগামী ২৭ সেপ্টেম্বর গ্রেনাডার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে অ্যাটলেটিকো। তার আগে কিছুটা বাড়তি সময় তারা চেয়ে নিয়েছে।
মাদ্রিদ থেকে কিছুটা দুরে লস অ্যাঞ্জেলস ডি সান রাফায়েলে প্রাক-মৌসুম সফর কাটিয়ে অ্যাটলেটিকো ফিরে আসার পর বৃহস্পতিবার সকল খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এরপর আবারো শুক্রবার আরো কিছু পরীক্ষার পর সিমিওনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
শনিবার থেকে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু হয়েছে। প্রথম ম্যাচে এইবার ও সেল্টা ভিগো গোলশুন্য ড্র করেছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়াকে বাড়তি কিছু সময় দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে শীর্ষ চারটি ক্লাব প্রথম সপ্তাহে খেলতে নামছে না।