মাদারীপুর শহরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রাস্তি এলাকার বেল্লাল চেয়ারম্যান ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান টুকু মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- খলিফা (৩৫), আলামীন হাওলাদা (২৮), নাইম মুন্সি (১৭), অর্ক হাওলাদার, (১৬) ইমন হাওলাদার (২৫), মাসুদ আলী হোসেনসহ মোট ১৫ জন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের রাস্তি এলাকায় রাস্তি ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের রাস্তি এলাকার চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান টুকু মোল্লান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের হাসপাতালে দেখতে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
এই বিষয়ে রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন মোল্লা জানান, তার কোনো লোকজন মারামারির সঙ্গে জড়িত না। কিছু লোক মারামারি উদ্দেশ্যেই সমাবেশে এসেছিল। তারা এ ঘটনা ঘটিয়েছে। এর পেছনে পূর্বের কোনো ঘটনা বা কারণ থাকতে পারে।
তবে পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া মেলেনি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।