দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে হায়ার (ভাড়া) করা কর্মীদের দরকার নেই। আওয়ামী লীগের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয়-স্বজনকে আনা যাবে না। ত্যাগীদের কোণঠাসা করা যাবে না। দুঃসময়ের কাণ্ডারি কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের দলে যথাযথ স্থানে জায়গা দিতে হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দলে বিতর্কিতদের জায়গা দেওয়া যাবে না। আমাদের নজরদারিতে দুর্নীতিবাজরা রয়েছে। দলের মধ্যে শুদ্ধি অভিযান চলমান। দুর্নীতিবাজদের কেউ ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দূরের স্বপ্নকে কাছে এনেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঘরে ঘরে বিদ্যুৎ, পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর নির্মাণ, রাজধানীতে মেট্রোরেল চালুর উদ্যোগ, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, সমুদ্র বিজয়সহ নানা উন্নয়নের প্রমাণ বহন করে। আজ দেশ উন্নয়নের মহাসড়কে। ক্ষমতায় শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ত্যাগী ও সৎ নেতাদের দলে মূল্যায়ন করা হবে। দলের সভানেত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। সবাই মিলে এ অভিযান সফল করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজিকে না বলুন। দলীয় সভা-সমাবেশে তোরণ পোস্টার, ব্যানার, ফেস্টুন, কমিয়ে সেই অর্থ অসহায় ও দুস্থ নেতাকর্মীদের পেছনে ব্যয় করুন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। বক্তব্য দেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি প্রমুখ।