‘আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী চাল চুরি করতে পারেনা’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছুদিন ধরে দেখছি ঘরে বসে বিএনপি নেতাদের বক্তব্য দিতে। তারা ঢাকা শহরে হাতেগোনা কিছু সামগ্রী বিতরণ করে ফটোসেশন করে সরকারের সমালোচনা করতেই ব্যস্ত। তারা জনগণের পাশে দাঁড়ায়নি।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিএই পরিস্থিতিতে জনগণের পাশে না দাঁড়িয়ে তাদের নেতাদের মধ্যে চিরাচরিত ভুল ধরার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার অংশ হিসেবে তাদের বিভিন্ন নেতা প্রতিদিন বক্তব্য রাখছেন। আমরা জনগণের পাশে আছি, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে আছে।
তিনি বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই বিশেষ পরিস্থিতিতে শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না করি, সরকারকে অবশ্যই যে কেউ পরামর্শ দিতে পারে, সেই পরামর্শ গ্রহণ করার মানসিকতা সরকারের আছে।
এসময় তিনি আরো বলেন, আপনারা যারা আওয়ামীলিগের চেয়ারম্যানদের চালচোর বলছেন তারা আসলে আওয়ামীলীগের লোক না। আওয়ামীলীগের লোক চাল চুরি করতে পারেনা।তারা আওয়ামীলীগ নামধারী লোক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।