আন্তর্জাতিক
আগাম সাধারণ নির্বাচনের পক্ষে ব্রিটিশ এমপিদের ভোট
ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) ইস্যুতে কয়েক মাস ধরে অচলাবস্থার মুখে অবশেষে আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের বেশিরভাগ সদস্য (এমপি)।
পার্লামেন্টের হাউস অব কমন্সে ১২ ডিসেম্বর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৩৮টি, আর বিপক্ষে ভোট দেন ২০ এমপি। এর মধ্য দিয়ে ১৯২৩ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে ডিসেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার পথ প্রশস্ত হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তবে বিলটি আলোর মুখ দেখতে হলে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন লাগবে। উচ্চকক্ষের সবুজ সংকেত পেয়ে গেলে চলতি সপ্তাহের শেষ নাগাদ বিলটি আইনে পরিণত হবে। এর পরই শুরু হবে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণা।