আসছে অক্টোবর, নভেম্বর কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে, ফলে আগামী মাস থেকে আরেকবার করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে মাস্কের ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকের বিষয়ে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পড়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়বার করোনা সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।