জাতীয়
আগামী রোববার সবার জন্য উন্মুক্ত করা হবে নৌবাহিনীর জাহাজ
আগামী রোববার, ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। চলতি বছরের এ দিবসটি উদযাপন উপলক্ষে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজগুলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ জানানো হয়, দিবসটি পালন উপলক্ষে এদিন ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, খুলনা ও নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সব শ্রেণি পেশার মানুষ জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন।
এতে আরো বলা হয়, ঢাকার সদরঘাট, খুলনার খুলনা নেভাল বার্থ বা রকেট ঘাট দিগরাজ নেভাল বার্থ বা মোংলা বন্দর, চট্টগ্রামের নেভাল বার্থ বা আরআরবি, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাট এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর জাহাজগুলো।