সংসদ ভবনের কেবিনেট কক্ষে আগামীকাল সোমবার (৮ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বৈঠকে আগামী ২০২০-২১ সালের বাজেট নিয়ে আলোচনা হতে পারে।
রবিবার (৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও সোমবারের বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকবেন। করোনা পরিস্থিতির কারণে মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
দেশে করোনাভাইরাস মহামারীর কারণে বাজেট অধিবেশনও সীমিতপরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এ জন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে সর্বশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিতপরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।