আন্তর্জাতিক
আঘাত হানলে ইরানের ৫২ স্থাপনায় হামলা : ট্রাম্প
ইরান কোনো মার্কিন স্থাপনায় আঘাত হানলে দ্রুততম সময়ের মধ্যে মারাত্মক জবাব দেবে যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ৫২টি স্থাপনা টার্গেট করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনায় হামলা করা হলে এগুলোতে দ্রুতগতিতে এবং ভয়াবহ কায়দায় হামলা চালানো হবে।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন রকেট হামলায় ইরানি সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী এই জেনারেল যে কোনো সময় মার্কিন কূটনীতিক ও