আজান নিয়ে বেঙ্গ, সনু নিগমকে গ্রেফতারের দাবি
করোনাভাইরাস রুখতে ভারতে চলছে লকডাউন। দেশটি সব বিমানবন্দরে বিমান ওঠানামা নিষেধ। এমন সময়ে পরিবারসহ দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম৷
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এই কথা৷
এমন পরিস্থিতির মধ্যেই সনু নিগমকে গ্রেফতারের দাবি উঠল! কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে সোনুর বিরুদ্ধে? ঘটনার সূত্রপাত ২০১৭ সালে৷ মাইকে আজান নিয়ে টুইটারে সরব হয়েছিলেন তিনি৷ ভোরবেলা মাইক বাজিয়ে আজানের বিরোধিতা করে সোনু টুইট করেছিলেন, ‘জোর করে এভাবে ধর্মের শব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’
মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছিলেন, ‘মুহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিৎকার-চেচামেচি কেন সহ্য করতে হবে?’
সেই পুরনো প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন৷ দুবাই মুসলিমপ্রধান দেশ৷ সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে৷ এখন কেন বিরোধিতা করছেন না সোনু?
সোনুর পুরনো টুইটের স্ক্রিনশট অনেকে দুবাই পুলিশকে ট্যাগ করছেন৷ দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেফতার করা হোক৷