Breakingজাতীয়

‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা উন্নয়নকে দমিয়ে রাখার চেষ্টা করছে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা উন্নয়নকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি, পারবেও না।

মঙ্গলবার রাজধানীর বকশিবাজার অবস্থিত উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদ মতিউরের স্মৃতি বিজরিত শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের আধুনিক সুবিধা সম্বলিত ১০ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নের জন্য বর্তমান সরকার সব ধরণের পদক্ষেপ নিয়েছে। শিক্ষাবান্ধব বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলেই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই প্রদান এবং নতুন শিক্ষা ভবন নির্মিত হচ্ছে।

সরকারের প্রদত্ত এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান সাবেক এই মন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া, এস ইউ পি (অব.) নতুন অবকাঠামো নির্মাণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সিনিয়র ফটো সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর মোর্শেদ,সহকারী প্রধান শিক্ষক নাফিসা খাতুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Back to top button