Lead Newsআন্তর্জাতিক

আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান কাতারের

আফগানিস্তানে চলমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার।

গত মঙ্গলবার দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক আল কাহতানি।

তিনি বলেন, “অন্য দেশগুলোকে আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবান সরকারের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে হবে। একইসঙ্গে তালেবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে।”

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এ বিশেষ দূত মনে করেন, “এই মুহূর্তে কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং মানবিক সংকট মোকাবিলার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।”

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও পর্যন্ত কোনও অগ্রাধিকার ইস্যু নয় বলেও দোহা মনে করে।
এদিকে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটি নিয়ে আলোচনায় বসেছেন জি-২০ নেতারা। মঙ্গলবার ভার্চুয়াল এ আলোচনায় আফগানিস্তানকে ১ বিলিয়ন ইইউরো সহায়তা ঘোষনা করেছে ইইউ।

মঙ্গলবার ইতালিতে আয়োজিত একটি ভার্চুয়াল জি ২০ শীর্ষ সম্মেলনে “একটি বড় মানবিক ও আর্থ-সামাজিক পতন এড়াতে’ এ প্যাকেজ ঘোষণা করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ।তিনি জোর দিয়ে তহবিলগুলো আফগানদের জন্য ‘সরাসরি সহায়তা’ এবং এটি তালেবানের অন্তর্র্বতীকালীন সরকারকে নয়। তিনি বলেন, ‘আমরা মানবাধিকারের সম্মান সহ আফগান কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো প্রয়োজনে আমাদের শর্ত সম্পর্কে স্পষ্ট ছিলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

Back to top button