Breakingআইন ও বিচার

‘আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে’

আদালতের কাছে ইবাদত করার উপযোগী জায়গায় রাখার আবেদন জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসিচব মাওলানা মামুনুল হক। পরে আদালত তাকে আশ্বস্ত করেন তার ইবাদতের বিঘ্ন ঘটবে না।

সোমবার (১৯ এপ্রিল) রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, রিমান্ড শুনানির সময় আদালতের কাছে কথা বলার অনুমতি চেয়েছেন। অনুমতি নিয়ে তিনি বলেন, ‘আমি রমজানে নিয়মিত ইবাদত করি, রোজা রাখি।

গতকাল আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস ও ইবাদতের অনুপযোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই, আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়। তখন আদালত বলেন, আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে। আপনার কোনো কষ্ট হবে না, ইবাদতের বিঘ্ন ঘটবে না।

এর আগে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে ৭ দিনের রিমান্ডের এ আদেশ দেন।

রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =

Back to top button