সম্মান ও স্বীকৃতি

আফগান রোবোটিক্স দল জিতলো ‘গ্লোবাল জাজেস অ্যাওয়ার্ড’

আফগানিস্তানের অল-গার্ল রোবোটিক্স দল ফার্স্ট গ্লোবাল ২০২১ প্রতিযোগিতায় বিচারক পুরস্কার জিতেছে। প্রতিযোগিতায় ১৭৭টি দল অংশগ্রহণ করে। ভার্চুয়াল এই প্রতিযোগিতায় আফগান মেয়েরা তিনটি নতুন রোবট প্রদর্শন করে। পুরস্কারটি এমন দলকে দেয়া হয়, যারা প্রতিযোগিতার সময় সেরা পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রম করে। তোলো নিউজ।

রোবোটিক্স দলের নেতা সুমাইয়া ফারুকি বলেন, দীর্ঘ পথে আমরা অনেক সংগ্রাম করেছি। আমাদের সুযোগ দেয়া হয়েছিল, আর তাই এমন দুর্দান্ত সম্মান অর্জন করতে সক্ষম হয়েছি। দলের সদস্য হাইদা হায়দারি বলেন, বিশ্বের ১৭৭টি দেশের প্রতিযোগীদের মধ্যে আমরা সফলভাবে বিচারক পুরস্কার জিততে পেরেছি।

অল-গার্ল রোবোটিক্স দলের সদস্যরা জানান, এই কৃতিত্ব আফগান মেয়েদের। আমরা আফগান মেয়েদের কোনো ভয় ছাড়াই পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। আমরা প্রমাণ করেছি, আফগান মেয়েদের যদি পড়াশোনা করার এবং উন্নতি করার সুযোগ দেওয়া হয়, তবে তারা বিশ্বের সর্বত্র দেশের পতাকা তুলে ধরতে পারে।

দলের আরেক সদস্য ফ্লোরেন্স পোয়া অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আনন্দিত যে আমরা আমাদের প্রিয় দেশের জন্য আবারও বিজয় আনতে পেরেছি। আশা করি আমাদের এ অর্জন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালেবান ক্ষমতায় আসার পর রোবোটিক্স দলটি আফগানিস্তান ত্যাগ করে। তারা এখন কাতারে বসবাস করছে এবং গবেষণা চালিয়ে যাচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =

Back to top button