ক্রিকেটখেলাধুলা

আফগানদের বিপক্ষে অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন মিরাজ; প্রস্তুতি ক্যাম্পে সাকিব

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অভিজ্ঞতাই প্রধান নিয়ামকের ভূমিকার পালন করবে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। খবর ইউএনবি’র।
আগামী ৫ সেপ্টম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে। তার আগে রবিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলেন মিরাজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আফগানিস্তনের সন্তোষজনক পারফরমেন্স স্বীকার করে তিনি বলেন, ‘আমি মনে করি আমরাই এগিয়ে থাকবো। কারণ তাদের চেয়ে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আর সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন খেলা।’
‘তবে যেহেতু আমরা তাদের থেকে বেশি অভিজ্ঞ, তাই একমাত্র টেস্টটি জিততে তাদের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। আমরা যদি সেরাটা খেলতে পারি এবং প্রত্যাশামতো সামর্থ দেখাতে পারি তাহলে জয় আমাদেরই হবে,’ যোগ করেন তিনি।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টকে সামনে রেখে শনিবার জাতীয় দলের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পর বিশ্রামে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এ সময় পবিত্র হজ পালন শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটান তিনি।
জাতীয় দলে যোগ দিয়ে সাকিব শনিবার কোচদের সাথে ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সাথে বৈঠক করেন।
আফগানিস্তান সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র দুটি টেস্ট খেলেছে। ভারতের সাথে প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে হারলেও নিজেদের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় তারা। অপরদিকে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Back to top button