আফগানিস্তান যদি টস জেতে, তাহলে ভারত শেষ: শোয়েব
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হয়েছে ১৭ অক্টোবর, আর সুপার টুয়েলভ শুরু হয়েছে ২৩ অক্টোবর। তারও অনেক আগে থেকেই চলছে ভারত-পাকিস্তা
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ভারতের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন শোয়েব।
ভারত এমন পারফরম্যান্স করছে কেন, বুঝে উঠতে পারছেন না তিনি। এমনকি, কোহলি এখন পর্যন্ত একবারও টস জিততে পারেননি। টস হেরে ভারতকে দিকভ্রান্ত দেখাচ্ছে। শোয়েব বলছেন, টস হারলেই মনে হচ্ছে ভারত ম্যাচ হেরে বসে আছে।
সাবেক এই স্পিডস্টার আরও বলেন, ভারতকে দেখে খুবই হতাশ হয়েছি। পরের ম্যাচে ভারতের সাথে খেলতে নামবে আফগানিস্তান। আমার চিন্তা হচ্ছে, আফগানিস্তান যদি টস জেতে তাহলে ওদের স্পিন দিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেবে।
কোহলিদের পরামর্শ দিয়ে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেন, আগে বোলিং ডিপার্টমেন্ট ঠিক করতে হবে। পরের ম্যাচের আগে নিজেদের ভুলগুলো খুঁজে বের করো। নিজেরাই ঠিক করো, তোমরা ইনস্টাগ্রামে খেলবে নাকি মাঠে নেমে ক্রিকেট খেলবে।
টপ ফেভারিট হিসেবে খেলতে এসে ভারত এ পর্যন্ত নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরে বসে আছে। আগামীকাল বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। কিন্তু প্রথমে পাকিস্তানের সাথে ১০ উইকেটে এবং পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আট উইকেটের হারে তাদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে।
নিউজিল্যান্ডের ম্যাচের পর তো কোহলি স্বীকারই করেছেন, তারা ভয় পেয়ে গিয়েছিলেন- ‘ব্যাট কিংবা বল কোনোটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠে নামার পর থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। নিউজিল্যান্ড সে ব্যাপারে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। আমরা শুরু থেকেই চাপে ছিলাম। ব্যাটিংয়ের সময় কেমন যেন দ্বিধাগ্রস্ত ছিলাম।’
তবে দুটি ম্যাচ হেরেও দমছেন না কোহলি। তিনি মনে করছেন, ‘এখনও ভারতের স্বপ্ন শেষ হয়ে যায়নি। কারণ অনেক খেলা বাকি রয়েছে।’ বাস্তবতা হচ্ছে, কোহলির আশা এখন এতো বেশি ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে যে, কেউ আর টিম ইন্ডিয়ার পক্ষে বাজি ধরতে রাজি হচ্ছে না।