Breakingআন্তর্জাতিকধর্ম ও জীবন

আফগানিস্তানে আজ থেকে বন্ধ নারীদের বিউটি পার্লার

তালেবান শাসিত আফগানিস্তানে আজ থেকে বন্ধ হচ্ছে নারীদের বিউটি পার্লার ও সেলুন। আন্তর্জাতিক নিন্দা, নারী ও অধিকার কর্মীদের প্রতিবাদের পরও তালেবান এসব নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। পার্লারগুলো বন্ধের পর এর বিকল্প কী হবে, তা জানায়নি সরকার।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের অধিকার ক্রমাগতভাবে সংকুচিত হচ্ছে। নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধের পাশাপাশি জিম ও পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তালেবানের আদেশে আজ থেকে আফগানিস্তানের সব বিউটি পার্লার বন্ধ হচ্ছে। তারা নির্দেশ দিয়েছে, নারীদের এমন পোশাক পরা উচিত যাতে কেবল চোখ দেখা যায়। এছাড়া নারীরা ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে অবশ্যই সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতে হবে।

এদিকে নারীদের বিউটি পার্লার এবং সেলুন বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। বিক্ষোভ দমনে তালেবান নিরাপত্তারক্ষীরা জলকামান ব্যবহার করেছে।

বিক্ষোভকারী নারীরা বলছেন, আফগানিস্তানের মতো নিপীড়িত এবং গভীরভাবে পিতৃতান্ত্রিক সমাজে বিউটি পার্লারে যাওয়া এবং খোশগল্প করাটা তাদের মানসিকভাবে চাঙ্গা রাখে। এটি তাদের স্বাধীনতার স্বাদ এনে দেয়।

মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান দুই বছর আগে ক্ষমতায় আসার পরও বিউটি পার্লারগুলো খোলা ছিল। তবে, এসব দোকানের জানালাগুলো বন্ধ রাখা হতো।

হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা তা ব্যাখ্যা করেনি তালেবান। পার্লারগুলো বন্ধের পর এর বিকল্প কী হবে, তাও জানায়নি তালেবান সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =

Back to top button