আফগানিস্তানে ঐকমত্যের সরকার চায় পাঁচ পরাশক্তিধর দেশ
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্স-এর পররাষ্ট্রমন্ত্রীদের ঘণ্টাব্যাপী ভার্চুয়াল বৈঠকে আফগানিস্তানে ঐকমত্যের সরকার গঠনে তালেবানদের চাপ দিতে একাট্টা হয়েছে এই পাঁচ পরাশক্তিধর দেশ।
দেশটির সব শ্রেণিপেশার মানুষকে নিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের ওপর তাগিদ দিয়েছেন তারা। বার্ষিক সাধারণ অধিবেশন বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেছেন, “পাঁচটি শক্তিই শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি আফগানিস্তান চায়, যেখানে কোনো বিঘ্ন ও বৈষম্য ছাড়াই মানবিক সহায়তা পৌঁছানো যাবে।”
পররাষ্ট্রমন্ত্রীরা একই সুরে বলেন, “আমরা এমন একটি আফগানিস্তান চাই যেখানে নারী ও মেয়ের অধিকারকে সম্মান করা হয়, যা সন্ত্রাসবাদের আশ্রয় নয়, এমনকি যেখানে জনগণের সব অংশের প্রতিনিধিত্বকারী একটি সমন্বিত সরকার রয়েছে।”
শ্রীলংকা বুধবার তালেবানদের অধীনে আফগানিস্তানের বৌদ্ধ ঐতিহ্য রক্ষার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বার্ষিক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেন, “আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি তারা যেন আফগানিস্তানের বৌদ্ধ ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেন।”
এদিকে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “আফগানিস্তানের ওপর থেকে বিভিন্ন একতরফা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা উচিত। বুধবার আফগানিস্তান নিয়ে জি ২০ পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত শিগগিরই সম্ভব অবসান ঘটাতে হবে।”
আফগানিস্তানের নতুন সরকারকে দেশ পরিচালনায় পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বাস্তববাদী হতে হবে, ধৈর্য রাখতে হবে। আরও ইতিবাচক হয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিচ্ছিন্ন থাকা যাবে না।”
বেশ কয়েকজন শীর্ষ তালেবান নেতার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। দোহার শান্তি আলোচনায় তালেবান নেতাদের অংশগ্রহণের সুযোগ দিতেই তারা ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক নিষ্কৃতিপ্রাপ্ত তালেবান নেতাদের মধ্যে রয়েছেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার, শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই, জিয়াউর রাহমান মাদানি,খায়রুল্লাহ খাইরুখওয়াহ প্রমুখ।
সূত্রঃ এএফপি