আন্তর্জাতিক

আফগানিস্তানের কাবুলে আবারও বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত দুই ব্যক্তি হতাহত হয়েছে। আজ রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে দুই বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন।”

বিস্ফোরণের সময় ওই মসজিদে তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে এক দোয়া মাহফিল চলছিল বলে তালেবানের মুখপাত্র বিলাল করিমি জানান।

বার্তা সংস্থা এপিকে বিলাল করিমি বলেন, “হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও মসজিদের প্রবেশপথে থাকা বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সঠিক সংখ্যা জানাননি তিনি। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান বিলাল করিমি।”

আবদুল্লাহ নামের স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপিকে জানান, “আমি ঈদগাহ মসজিদের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। এর পরপরই সেখানে গুলির শব্দ শোনা যায়।”

হতাহতদের বহন করে অ্যাম্বুলেন্স কাবুলের শাহর-ই-নও এলাকায় জরুরি হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়ম তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে আহত চারজনকে চিকিৎসাসেবা দিয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি।

তবে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকেই দেশটিতে উগ্রবাদী সংগঠন আইএসের তৎপরতা বেড়েছে। ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে তারা। আইএস দমনে তালেবান ইতোমধ্যেই আফগানিস্তানজুড়ে অভিযান পরিচালনা শুরু করেছে।

সূত্র : আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 20 =

Back to top button