আফগানিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সেনাঘাঁটি ব্যবহার না করতে দেয়ার ঘোষণা পাকিস্তানের
নিজেদের কোনও সেনা ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না পাকিস্তান। এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এটা পরিষ্কার করে বলেছেন যে, “আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নিতে তার দেশের কোনও সেনা ঘাঁটি বা যে কোনও অঞ্চল ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোনও অনুমতি দেয়া হবে না”।
এইচবিও’র জোনাথন সোয়ানকে দেয়া সাক্ষাতকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “একেবারেই নয়। আমরা আমাদের কোনো ঘাঁটি বা পাকিস্তানের কোনও এলাকা ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণে যুক্তরাষ্ট্রকে একেবারেই কোনও অনুমতি দেব না, একেবারেই না”।
এইচবিও’র ওয়েবসাইটে জানানো হয়েছে, সাক্ষাতকারটি আগামী রবিবার প্রচার করা হবে। আল-কায়েদা, আইএস এবং তালেবানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের থাকার অনুমতি দেয়া হবে কীনা জানতে চাইলে প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর স্পষ্ট বক্তব্য তুলে ধরেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি এর আগে আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র এবং ইরাক থেকেও সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এদিকে আল-কায়েদা, মার্কিন সেনাবাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ার বিষয়ে পাকিস্তানের মতামতকে স্বাগত জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার না করতে দেয়ার বিষয়ে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই বলে স্বাগত জানিয়েছে তালেবানের মুখপাত্র সোহাইল সাহিন। এক বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তানের ঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান করার প্রস্তাব ন্যায়সঙ্গত নয় এবং পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা পুরোপুরি ঠিক”।
কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে। আবার কেউ কেউ বলছেন, বিকল্প বিষয়গুলো হাতে আছে, এ বিষয়ে চুক্তিও হতে পারে।
ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে এই সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের সেনাঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে অবস্থান করতে দেয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন প্রত্যাখ্যান করেছেন।