বিচিত্র
আবারো দেখা মিলল সুনামির বার্তা বহন করা মাছটির!
জাপানে আবার দেখা মিলল বিরল প্রজাতির ‘ওরফিশ’ মাছের। আর তাই ভূমিকম্প ও সুনামি আতঙ্কে ভুগছে জাপানের মানুষ। গত শুক্রবার (১০ জানুয়ারি) জাপানের তোয়ামা এলাকায় বিরল প্রজাতির বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। এই নিয়ে এই মৌসুমে দেশটিতে প্রায় সাতটি ওরফিশ ধরা পড়ল।
জাপানিদের বিশ্বাস, এই মাছটি ভূমিকম্প ও সুনামির বার্তা নিয়ে আসে। আর তাই বর্তমানে সুনামির আতঙ্কে ভুগছে জাপানবাসী।
জাপানি ভাষায় মাছটিকে বলা হয় ‘রিউগু নো সুকাই’। যার অর্থ ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, এই মাছ সমুদ্রের তলদেশ থেকে ধ্বংসের বার্তা বয়ে আনে।
২০১১ সাল থেকে ওরফিশ বা রিউগু নো সুকাই মাছকে ঘিরে রূপকথার সূত্রপাত। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে জাপানে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল। সেই ঘটনার আগে জাপানের বিভিন্ন উপকূলে অন্তত এক ডজন ওরফিশ দেখা গিয়েছিল।