Lead Newsআন্তর্জাতিক

আবারো সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে সংঘর্ষ

চীন ও ভারতের সেনারা একটি বিতর্কিত সীমান্ত এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। গত বুধবার উত্তর সিকিমের নকু লা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খবর বিবিসির।

এর আগে গত বছরের জুনে উত্তর ভারতের লাদাখের গলওয়ানে ভারত-চীন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ওই সংঘর্ষে তাদেরও কিছু সেনা হতাহত হয়েছে বলে চীন স্বীকার করলেও সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তারপর থেকেই ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, চীনের সীমান্তরক্ষীদের একটি টহল দল ভারতীয় অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে খারাপ আবহাওয়ার সুযোগ চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা; সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =

Back to top button