বিবিধ

আমাজনের এক চামচ মাটিতে হাজারো প্রাণের সন্ধান!

আমাজনের জঙ্গলের মাত্র এক চা-চামচ মাটিতেই মিলতে পারে ১ হাজার ৮০০ রকমের আণুবীক্ষণিক প্রাণের সন্ধান। এর মধ্যে কেবল ছত্রাকই আছে ৪০০ রকমের। বিজ্ঞানীরা বলছেন, আমাজনের মাটির নিচে লুকিয়ে থাকা এসব আণুবীক্ষণিক প্রাণের মধ্যে রয়েছে আশ্চর্যজনক সব উপাদান, যা তারা মাত্রই আবিষ্কার করতে শুরু করেছেন। 

আমাজনের মাটি নিয়ে এই গবেষণা চালিয়েছেন যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, সুইডেন এবং এস্তোনিয়ার একদল গবেষক। তাদের গবেষণা প্রকাশিত হয়েছে ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নালে।

বিশ্বে আনুমানিক প্রায় ৩৮ লাখ রকমের ফাঙ্গি বা ছত্রাক আছে। এর বেশির ভাগেরই এখনো শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়নি। ব্রাজিলের আমাজন জঙ্গলে এই ছত্রাকের প্রাচুর্য রয়েছে। 

লন্ডনের কিউ বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞানবিষয়ক পরিচালক অধ্যাপক আলেক্সান্ড্রে আন্তোনেলি বলেন, আমাজনের বনাঞ্চলকে রক্ষা করতে হলে এ ছত্রাকের ভূমিকাটা বোঝা খুব দরকার। আমাজনের জঙ্গলের এক চা-চামচ মাটি তুলে নিলে সেটিতে শত শত বা হাজার ধরনের প্রজাতির প্রাণের অস্তিত্ব আছে। জীববৈচিত্র্য বিষয়ক বিজ্ঞানের এক নতুন সীমানা এ ছত্রাক।

জীববৈচিত্র্যের তালিকায় ছত্রাক সাধারণত উপেক্ষিত, কারণ এগুলো সাধারণত মাটির নিচে লুকিয়ে থাকে।—বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eleven =

Back to top button