Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

আরও দীর্ঘ সময় ধরে থাকবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘আরও দীর্ঘকাল আমাদের সঙ্গে থাকবে করোনাভাইরাস’- এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও)।

এ কারণে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সতর্ক হতে বলেছেন, সংস্থাটির প্রধান ডা: টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসাস।

তিনি আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোয় কোভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা যে ক্রমশ বাড়ছে, সেই প্রবণতা সম্পর্কেও সতর্কও করেছেন।

তিনি বলেছেন যে লকডাউন তুলে নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও মধ্য এবং দক্ষিণ আমেরিকায় মহামারীর গোড়ার দিকে উদ্বেগজনক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বলেও জানান তিনি।

টেড্রোস বলেন, অধিকাংশ দেশ তাদের মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো কোনো দেশে প্রথম দিকে প্রাদুর্ভাব ছিল, এখন সেখানে ফের ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে।

জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের বহুদূর যেতে হবে। কাজেই কোনো ভুল করবেন না। দীর্ঘ সময় ধরে এই ভাইরাস আমাদের সঙ্গে থাকবে।

মধ্য ইউরোপে মহামারী স্থিতিশীলতা ও কমতির দিকে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গত সপ্তাহে অতি চীন-ঘেঁষা আখ্যায়িত করে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে দেয়া মার্কিন তহবিলও বন্ধ ঘোষণা করেন তিনি।

টেড্রোস বলেন, তহবিল বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্র একসময় আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করবে। যাতে বহু প্রাণ রক্ষা পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 18 =

Back to top button