এক ভারতীয় পেসারে মজেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ভাবছেন কোন বোলারে মন মজল তার? একটু চিন্তা করলেই জবাব পেয়ে যাবেন। চোটের কারণে বেশ কিছু দিন ক্রিকেট থেকে দূরে ছিলেন এ পেসার। আবারও ফিরেছেন স্বরূপে। আর এসেই প্রতিপক্ষ ব্যাটসম্যানের জন্য ত্রাস হয়ে উঠেছেন তিনি।
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন। ভারতের পেস আক্রমণের কর্ণধার জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে তার জাদুকরী বোলিংয়ে মুগ্ধ দিশা।
সম্প্রতি এক স্পোর্টস চ্যানেলে নিজের আসন্ন ছবি ‘মালাং’র প্রচারে আসেন তিনি। সেখানেই এ কথা বলেন বলি হট গার্ল। একসময় বলিউড হার্টথ্রব টাইগার শ্রফের প্রেমিকা ছিলেন তিনি। বেশ কিছুদিন একসঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তারা।
তা হলে কী বুমরাহর প্রেমে পড়েছেন দিশা? যদিও তা খোলাসা করেননি তিনি। তবে আপাতত ভারতীয় গতিতারকার পারফরম্যান্সে বিমুগ্ধ এ তরুণী।
দিশা সরাসরি বলেছেন, ভারত জাতীয় ক্রিকেট দলে যদি কারও ম্যাচ জেতানোর ক্ষমতা থাকে, তা হলে তিনি বুমরাহ। কিউইদের বিপক্ষে ২৬ বছর বয়সী ভিন্ন অ্যাকশনধর্মী ডানহাতি পেসারের পারফরম্যান্স দেখে এ মূল্যায়ন তার।
উল্লেখ্য, এ সময় স্টুডিওতে আরও উপস্থিত ছিলেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল কেমু। তারা সবাই ‘মালাং’-এ অভিনয় করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি ভারতসহ গোটা বিশ্বে মুক্তি পাবে বছরের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবিটি। সূত্র: ইন্ডিয়া টিভি।