দ্বিতীয় দফায় বাংলাদেশকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে আরো ৬ লাখ ডোজ করোনা টিকা উপহার দেবে চীন। শুক্রবার (মে ২১) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ফোনালাপ হয়। তখনই বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ করোনা টিকা উপহার দেবার ঘোষণা দেয়া হয়।
তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেয়নি চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে টিকার বিপুল চাহিদা সত্ত্বেও মহামারি প্রতিরোধের এই সংকটময় সময়ে বাংলাদেশের যে টিকা খুবই দরকার, তা চীনের নজরে আছে।
এরই প্রেক্ষাপটে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা পৌঁছানোর মাত্র ৯ দিন পরই চীন আবারো বাংলাদেশকে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা দিলো। এই ঘোষণা বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পূর্ণ প্রতিফলন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
দ্বিতীয় দফার টিকা বাংলাদেশ সরকার ও জনগণকে করোনা মোকাবিলায় শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভবিষ্যতেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে চীন।
এর আগে ১২ মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের ৫ লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। সিনোফার্মের তৈরি ওই টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে এবং করোনাভাইরাস মোকাবেলায় ‘সম্মুখসারির যোদ্ধারা’ অগ্রাধিকার পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর আগে জানিয়েছিলেন।